দোয়ারাবাজার সদর ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

বুধবার, জুলাই ০৭, ২০২১

দোয়ারাবাজার সদর ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ


 


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়ন এলাকার অসহায় ও হতদরিদ্র পাঁচ শতাধিক পরিবারের মধ্যে সরকারের (জিআর) নগদ অর্থ বিতরণ করেন সদর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল বারী।    

বুধবার (৭ মে) সকাল ১১টায় দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ ও করোনায় ক্ষতি গ্রস্ত পাঁচ শতাধিক অসহায় পরিবারের মধ্যে (জিআর) নগদ অর্থ বিতরণ করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, গোলাম মোস্তফা, ইউপি সদস্য গেদু মিয়া, ইউপি সদস্য এরশাদুর রহমান এরশাদ, ইউপি সদস্য হোসেন আলী, সাংবাদিক আলাউদ্দিন, হারুন অর রশিদ প্রমূখ। নগদ অর্থ বিতরণ কালে স্থানীয় সুবিধা ভোগীরা জানান, বর্তমান চেয়ারম্যানের আমলে ত্রাণ সামগ্রী সঠিক ভাবে জনগণ পাচ্ছে। ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। 

এসময় চেয়ারম্যান আলহাজ আব্দুল বারী বলেন, দোয়ারাবাজার সদর ইউনিয়নে যে বরাদ্দ দেওয়া হয়েছে চাহিদার তুলনায় খুবই কম। বরাদ্দ বাড়িয়ে দিলে আমার ইউনিয়ন বাসীর অসহায় গরীব সবাইকে বরাদ্ধের আওতায় নেওয়া যেত।