মো:আরাফাত হোসেন রাজিব, মধুখালী উপজেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে তৃতীয় দিনের মত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভুমিকা পালন করেন। সরকারী বিধি নিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে ঘোরাফেরার কারনে মোট ৯জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার মধুখালী উপজেলার লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন।
শনিবার বেলা সাড়ে ১১ টায় মধুখালী রেলগেট এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোস্তফা মনোয়ার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার মাঝকান্দীতে ৪টি ও রেলগেট এলাকায় ৫টি মোটরসাইকেল আরোহীকে অপ্রয়োজনে ঘোরাফেরার দায়ে ১৮৬০ সালের ১৮৮ ধারায় মোট ২১শ টাকা জরিমানা করেন। লকডাউন বাস্তবায়ন সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মোস্তফা মনোয়ার, সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু,এবং লকডাউন বাস্তবায়নে সহযোগীতা করেন যুগ্ম সাধারন সম্পাদক আলীউজ্জামান খোকন।