দোয়ারাবাজার ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায়সমিতি লিঃ কতৃক অসহায় ও হতদরিদ্র দুই শতাধিক মৎস্য জীবি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে,, ঈদ সামগ্রীর মধ্যে ছিল, সোয়াবিন তৈল ২ লিটার, ময়দা ২ কেজি, গুড় ২ কেজি, লাচ্ছি ১ পেকেট, নুডুলস ২ পেকেট, চাউল ১০ কেজি।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১০ টায় দোয়ারাবাজার ভুমি অফিস ও মাছ বাজার সংলগ্ন গলিতে ক্ষুদ্র মৎস্য সমবায়সমিতির সভাপতি ও সমিতির সকলের উপস্থিতিতে ঈদ সামগ্রী বিতর করেন। দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায়সমিতি লিঃ সভাপতি কবির আহমদ ও সংগঠনের নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণ কালে সভাপতি বলেন, দোয়ারাবাজার মৎস্যজীবিরা খুবই অসহায়, লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে,, তাদের ঈদ সামগ্রী না দিলে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে। তাই আমাদের সমিতির উদ্যোগে সমিতির অসহায় দুই শতাধিক সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন,
দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায়সমিতি লিঃ এর সভাপতি মো. কবির আহমদ, সাধারণ সম্পাদক ফতেনুর মিয়া,
হাজী সিরাজুল ইসলাম, ইউপি সদস্য তাজির উদ্দিন, সাবেক ইউপি সদস্য মুহিবুর রহমান,
সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, কামাল উদ্দিন, মোহাম্মদ আলী, সামছু মিয়া, আফাজ উদ্দিন, সুহেল মিয়া, ফারুক মিয়া, জমসিদ, মুজিবুর রহমান, আব্দুল আজিজ, মুন্সুর আলী, ছয়দুল, ফিরিজ আলী, ছালিম উদ্দিন, আলী ফরিদ, সিরাজ মিয়া প্রমুখ।