বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে পরাটা, সিঙ্গারা, সমুচা জাতীয় ফাস্ট ফুড জাতীয় খাদ্যের মূল্য দ্বিগুণ বৃদ্ধির ঘটনা ঘটেছে। এতে বেকায়দায় পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকেরা। যারা নিয়মিত সকাল ও রাতে হোটেল রেস্তোরাঁয় রুটি ও পরাটা খাবারের উপর নির্ভরশীল, দ্বিগুন মূল্য বৃদ্ধিতে তাদের মাথায় হাত। এছাড়া সিঙ্গারা, সমুচার মূল্যও দ্বিগুণ করা হয়েছে।
জানা যায়, সম্প্রতি গ্যাসের মূল্য সিলিন্ডার প্রতি ৩০০-৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এই অজুহাতে বোয়ালমারী পৌরসভার বিভিন্ন হোটেলে রুটি, পরাটা, সিঙ্গারা, সমুচার মূল্য ৫টাকা থেকে দ্বিগুণ করে ১০ টাকা করা হয়েছে।
মূল্য বৃদ্ধি পাওয়ায় চতুল ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় সংবাদকর্মী টুটুল বসু জানান, হালকা খাবার হিসেবে এলাকায় সিঙ্গারা, সমুচার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। একবারে দ্বিগুণ মূল্য বৃদ্ধি করা উচিত হয়নি।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আমাদের যখন পরবর্তীতে ব্যবসায়ীদের নিয়ে মিটিং হবে বা উপজেলা পরিষদের সাধারণ সভায় এটা উত্থাপন করলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।