জেলা প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নিহতের দুই নাতি-নাতনি।
শুক্রবার সকালে উপজেলার ভেড়ামারা গ্রামে বাঘাবাড়ি-টেবুনিয়া মহাসড়কে নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৭২ বছর বয়সী রহমজান খাতুন একই এলাকার সামতালের স্ত্রী।
পারভাঙ্গুড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, সকালে নাতি-নাতনিদের নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন রহমজান। এ সময় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর অবস্থায় তার দুই নাতি-নাতনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে প্রায় অর্ধশত স্টিয়ারিং ট্রলি পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার একাধিক অবৈধ ইটভাটার মাটি পরিবহন করছে। ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের বিভিন্ন ফসলি জমি থেকে অবৈধভাবে এ মাটি নেয়া হচ্ছে। অবৈধ এসব যানবাহনের অধিকাংশ চালক মাদকাসক্ত হওয়ায় প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, এসব স্টিয়ারিং ট্রলির চালকরা মাদকাসক্ত। এদিন সকালে আরেকটি স্টিয়ারিং ট্রলি ভেড়ামারা বাজারে একটি অটো ভ্যানকে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পরেই এ দুর্ঘটনা ঘটে।