রোমানিয়ায় কোভিড হাসপাতালে আগুন,দুই রোগীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ১২, ২০২১

রোমানিয়ায় কোভিড হাসপাতালে আগুন,দুই রোগীর মৃত্যু


 



আন্তর্জাতিক ডেস্কঃ



ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ রোমানিয়ায় একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ২ রোগীর মৃত্যু ও এক নার্স আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাতে প্লোয়েস্তি শহরের ওই হাসপাতালে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়। তবে ঠিক কী কারণে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে তা নিশ্চিত করা যায়নি।


কর্মকর্তারা জানান, আগুনে হাসপাতালের একটি কক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে; তাৎক্ষণিকভাবে ১৫ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।


বৃহস্পতিবার পর্যন্ত রোমানিয়ার হাসপাতালগুলোতে ৩১০ শিশুসহ ১৭ হাজার ৪০০-র বেশি কোভিড রোগী চিকিৎসা নিয়েছেন; এর মধ্যে এক হাজার ৪২৩ জনের চিকিৎসা হয়েছে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে।





রোমানিয়াতে করোনাভাইরাসের টিকাদানের হার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে নিচের দিক থেকে দ্বিতীয়; অন্যদিকে কোভিডে মৃত্যুহার অনেক।


অক্টোবরজুড়ে রোমানিয়ায় সংক্রমণের হারে ঊর্ধ্বগতি দেশটির হাসপাতালগুলোর ওপরও প্রবল চাপ সৃষ্টি করেছে। ওই মাসে পূর্বাঞ্চলীয় শহর কনস্তান্তায় একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছিল।


ফেব্রুয়ারিতে রাজধানী বুখারেস্টে একটি অগ্নিকাণ্ডে ৪ রোগীর প্রাণ গিয়েছিল।


সূত্র: রয়টার্স

Post Top Ad

Responsive Ads Here