সরকার জানে কারা হামলা চালিয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ০৮, ২০২১

সরকার জানে কারা হামলা চালিয়েছে









আন্তর্জাতিক ডেস্কঃ



ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি বলেছেন, তার সরকারি বাসভবনে কারা বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সরকার তা জানে।

রোববার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর মুস্তাফা আল-কাজেমি এই মন্তব্য করেন। তার বরাত দিয়ে আল-সুমারিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।


ইরাকি প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারাই এই হামলার সঙ্গে জড়িত। তিনি বলেন, গতকালের এই অপরাধের সঙ্গে যারা জড়িত আমরা তাদেরকে বিচারের আওতায় আনব।


তিনি বলেন, আমরা তাদেরকে খুব ভালভাবে চিনি এবং তাদের মুখোশ উন্মোচন করে দেব।



শনিবার বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোন এলাকায় অবস্থিত প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির বাসভবনে ড্রোন হামলা হয়। তবে হামলার পর অক্ষত রয়েছেন আল-কাজেমি। 


এ ঘটনার পর প্রধানমন্ত্রী জরুরীভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন, পাশাপাশি ইরাকের সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। বিভিন্ন খবরে বলা হচ্ছে- রাজধানী বাগদাদের নিরাপত্তা জোরদার করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here