আন্তর্জাতিক ডেস্কঃ
মানবাধিকারকর্মীদের গ্রেফতার, খাদ্যের মজুদ ধ্বংস করে মিয়ানমারের সেনাবাহিনী যুদ্ধাপরাধ করছে বলে দাবি করেছে একটি প্রথম সারির মানবাধিকার বিষয়ক সংগঠন ফোর্টিফাই রাইটস।
বুধবার প্রকাশিত এক রিপোর্টে তারা বলেছে, সেনাবাহিনীর এসব কর্মকাণ্ডে পূর্বাঞ্চলীয় রাজ্য কারেন্নি’র অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সেনাবাহিনী এরই মধ্যে ওই রাজ্য থেকে কমপক্ষে ১৪ জন সাহায্যকর্মীকে গ্রেপ্তার করেছে। এই রাজ্যটি কায়া নামেও পরিচিত।
সর্বশেষ রিপোর্ট দিতে গিয়ে কমপক্ষে ২০ জন বাস্তুচ্যুত মানুষ, মানবিক সাহায্যকর্মী এবং সশস্ত্র গ্রুপের সদস্যের সাক্ষাতকার নিয়েছে ফোর্টিফাই রাইটস। তারা বলেছে, সেনাবাহিনী সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দিয়েছে। তাদের সহায়সম্পদ লুট করেছে।
সূত্র: আল-জাজিরা