জেলা প্রতিনিধিঃ
ফেনীর ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে শুধু সদর ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। বাকিগুলোতে ব্যালেটের মাধ্যমে নির্বাচন চলছে।
নিবার্বাচন কার্যালয় সূত্র জানায়, এখানে ৬টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন প্রার্থী। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ইউনিয়নগুলো হলো ফুলগাজী সদর, আনন্দপুর ও মুন্সিরহাট ইউনিয়ন। বর্তমানে এগুলোতে শুধু সাধারণ পদে নির্বাচন হচ্ছে।
এছাড়া বাকি ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী এবং ৬টি ইউনিয়নের ৫২টি ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২০৯ জন ও সংরক্ষিত ১৮ পদে ৫০ জন মহিলা সদস্য নির্বাচনে অংশ নিচ্ছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে ৫৩ কেন্দ্রের সবকটি। প্রতি কেন্দ্রে রয়েছে পুলিশের চার সদস্য, আনসার সদস্যসহ গ্রাম পুলিশ রয়েছেন ১৭ জন করে। পুলিশের ১২টি ভ্রাম্যমাণ দল ও ছয়টি স্ট্রাইকিং দল দায়িত্ব পালন করছে। পাশাপাশি দুইজন জুডিসিয়াল ও সাত জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র্যাব টহল রয়েছে। তাছাড়া নির্বাচনে দাঙ্গা দমনের জন্য সাজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে।