ব্লাড ফাইটার্স টিম নবাবগঞ্জ এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপ টেস্ট অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১১, ২০২১

ব্লাড ফাইটার্স টিম নবাবগঞ্জ এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপ টেস্ট অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদকঃ



আজ বৃহস্পতিবার "ব্লাড ফাইটার্স টিম নবাবগঞ্জ" এর উদ্যোগে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার, চড়ারহাট শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে ফ্রী ব্লাডগ্রুপ টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে প্রায় ২০০ জনের ফ্রী ব্লাড গ্রুপ টেস্ট করানো হয়।




"ব্লাড ফাইটার্স টিম নবাবগঞ্জ" সংগঠন ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ২০ তারিখ নতুন করে যাত্রা শুরু করেছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন এর মাধ্যমে অসহায় রোগীদের বিনামূল্যে রক্ত ম্যানেজ করে দেওয়া হয়। 


এই সংগঠনের সাধারণ সদস্য সংখ্যা বর্তমানে ১০০০ বেশি।



এডমিন প্যানেলে প্রায় ১৫ জন আছে, যারা দিন কে দিন, আর রাত কে রাত মনে না করে অসহায় রোগীদের পাসে দাড়াচ্ছেন। 

গত ১ মাসের এই সংগঠন এর ডোনেট সংখ্যা ৫০ এর বেশি।



আজকের উক্ত ক্যাম্পেইন "ব্লাড ফাইটার্স টিম নবাবগঞ্জ" এর এডমিন মোঃ রনি এবং মোঃ আবু মুসা উপস্থিত ছিলেন। এবং মডারেটরস্- ফয়সাল, তানিম, মাফিজুল, রিমন, কায়েস, সিরাজুল, মাসুম, আতাউর, রুবেল  এবং পিয়ারুল উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার কয়েকজন সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। 



ক্যাম্পেইনের সভাপতি হিসেবে ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমান রিপন।


আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'বিরামপুর ব্লাড ব্যাংক' এর সিনিয়র এডমিন মোঃ আরমান আলী, রংপুর মেডিকেলের জেনারেল প্রাকটিশনার ডাক্তার মোঃ আবদুল্লাহ্ আল হাসান এবং মেডিকেল টেকনোলজিস্ট ডাঃ মোঃ রবিউল আউয়াল। এছাড়াও এলাকাবাসী ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।




ব্লাড ফাইটার্স টিম নবাবগঞ্জ সফল ভাবে তাদের ফ্রী ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইন সম্পন্ন করেছে। এই সংগঠনটি যেনো আরও এগিয়ে যায় এবং সফল হয় সে জন্য তারা সকলের কাছে দোয়া প্রার্থী ।

Post Top Ad

Responsive Ads Here