ওভারটেক করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৩, ২০২১

ওভারটেক করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ


 

সময় সংবাদ ডেস্কঃ



ঢাকার ধামরাইয়ে ওভারটেক করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয়রা জানায়, পাটুরিয়ার উদ্দেশ্যে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাবতলী থেকে ছেড়ে আসে। ধামরাইয়ের ডাউটিয়া মাদরাসার সামনে পৌঁছালে ওভারটেক করার সময় ঢাকাগামী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ৩০ যাত্রী আহত হন। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।


আহত যাত্রী মুজাহিদুল ইসলাম ও মোহাম্মদ আলী জানান, বেপরোয়া গতিতে আসা সেলফি পরিবহনের বাসটি ওভারটেক করার সময় অপর বাসের সঙ্গে সংঘর্ষ হয়। রাস্তায় আরো কয়েকবার বাসটির দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছিল। যাত্রীরা বলার পরও চালক সর্তক হননি।


ধামরাই থানার ওসি আতিকুর রহমান জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

Post Top Ad

Responsive Ads Here