পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য চূড়ান্ত হয়নি বাংলাদেশ দল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ১২, ২০২১

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য চূড়ান্ত হয়নি বাংলাদেশ দল




সময় সংবাদ ডেস্কঃ

 

পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য এখনো বাংলাদেশ দল চূড়ান্ত হয়নি। দল নিয়ে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সঙ্গে বৈঠকে বসেন নবনিযুক্ত টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ছুটিতে আছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে বৈঠকে ডাকা হয়নি।


প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, আমরা এখনো দল চূড়ান্ত করিনি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমরা ফরম্যাটের ভিত্তিতে খেলোয়াড়দের নিয়ে আলোচনা করেছি এবং আমাদের শক্তির পাশাপাশি পাকিস্তানের শক্তি নিয়েও আলোচনা করেছি।


তিনি আরো বলেন, আমরা কিছু পরিবর্তন করবো, তবে আমাদের মনে রাখতে হবে খেলাটি আমাদের নিজেদের মাটিতে হচ্ছে। আমাদের বিবেচনা করতে হবে এখানে কে ভালো করতে পারে।




















চলমান টি-২০ বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের কারণে দলে ব্যাপক পরিবর্তন আনার কথা বলা হয়েছে। সাত তরুণ ক্রিকেটারকে দলে ডাকার পাশাপাশি বিসিবি জানায়, টি-২০ ফরম্যাটে শক্তিশালী দল গঠন করবে বাংলাদেশ।


সেই পরিকল্পনায় সাত তরুণ ক্রিকেটারকে নিয়ে অনুশীলন শুরু করেন দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন। অনুশীলনে ডাক পাওয়া সকলকেই পাকিস্তানের বিপক্ষে সিরিজে দেখা যাবে এটা প্রায় নিশ্চিত।


তবে বাকিদের দলে জায়গার জন্য ভাবতে হবে নির্বাচকদের। এই মুহূর্তে অধিনায়ক পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বিসিবির। 


তাই মাহমুদউল্লাহ রিয়াদই অধিনায়ক থাকছেন। মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের জায়গা পাকা। 


বিশ্বকাপে হামস্ট্রিং ইনজুরিতে পড়া সাকিব আল হাসান, আসন্ন টি-২০ সিরিজে না থাকলেও টেস্ট সিরিজে খেলার সুযোগ রয়েছে তার।


টি-২০ সিরিজে না খেললেও, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরে আসতে আগ্রহী তামিম ইকবাল। দল সাজাতে সর্বশেষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের পারফরমেন্স মূল্যায়ন করছেন নির্বাচকরা।


নান্নু বলেন, এটা ঠিক, আমাদের বিশ্বকাপের পারফরমেন্স খুব খারাপ ছিল এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে বর্তমান দলের সবাইকে নিয়ে হতাশ হবার কিছু নেই। এই একই দল দুই মাস আগে আমাদের জন্য সিরিজ জিতেছিলো।


আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। তবে কোয়ারেন্টাইন নিয়ে কোন সমস্যা না থাকায় এবার দল ঘোষণায় তাড়াহুড়া করবে না বিসিবি। 


সিরিজ শুরুর আগে কোভিড-১৯ পরীক্ষার করানোর পর হোটেলে যাবেন ক্রিকেটাররা। ফলে দল সাজাতে শেষ মুহূর্ত পর্যন্ত সময় পাচ্ছেন নির্বাচকরা।


পাকিস্তান দলের কোয়ারেন্টাইন ইস্যুও শিথিল করা হয়েছে। কারণ তারা কোভিড -১৯ পরীক্ষায় নেগেটিভ হলে রুম কোয়ারেন্টাইন করতে হবে না বলে জানিয়েছেন বিসিবির একজন কর্মকর্তা।

Post Top Ad

Responsive Ads Here