বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে চিংড়ি মাছে ওজন বর্ধনকারী জেল ব্যবহার করার অপরাধে এক মাছ বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে সোমবার (৮ নভেম্বর) এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী বাজারের মাছ বিক্রেতা এবং পৌরসভার আধারকোঠা গ্রামের বাসিন্দা নিঠুর রাজবংশীর বিক্রিকৃত চিংড়ি মাছে মাছের ওজন বর্ধননকারী জেলের উপস্থিতি পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে তাকে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়। এ সময় ওই মাছ ব্যবসায়ী এবং অন্যান্য মাছ ব্যবসায়ীদেরকে অধিকতর সতর্কতার সাথে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, ভবিষ্যতে যদি কেউ এরূপ করে বা ভেজাল মিশ্রিত পণ্য বিক্রি করে তবে অঅভিযুক্তদের বিরুদ্ধে অধিকতর কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।