জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার ৪ উপজেলার ১৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোট আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র্যাব ও বিজিবি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে।
এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে রয়েছেন।
পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ সংশ্লিষ্ট প্রশাসন।
তিনি আরও বলেন, পটুয়াখালীতে ১৬টি ইউনিয়নে ব্যালট পেপারে এবং বাউফলের নওমালা, দশমিনা উপজেলার সদর ইউনিয়ন ও গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) মোট ১৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
জেলায় মোট ১৯ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ১৯ প্রার্থী, স্বতন্ত্র ৪২ জন ও ইসলামি আন্দোলন মনোনীত ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়াও সংরক্ষিত ১৯৮ জন প্রার্থী ও ৬২৬ জন প্রার্থী সাধারণ ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ নির্বাচনে ৩ লাখ ১৮ হাজার ৯৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ১৬২ জন ও মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৮২১ জন।