মেট্রোরেলের ষষ্ঠ চালানের পণ্য নিয়ে মোংলাবন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৩, ২০২১

মেট্রোরেলের ষষ্ঠ চালানের পণ্য নিয়ে মোংলাবন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ






সময় সংবাদ ডেস্কঃ




মেট্রোরেলের ষষ্ঠ চালানের পণ্য নিয়ে মোংলাবন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম. ভি ব্রাইট কোরাল। জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের ৪টি রেলওয়ে কোচ-বগি ও ২টি ইঞ্জিনসহ ২৮ প্যাকেজ মালামাল নিয়ে আসা জাহাজটি শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে। বিদেশি এই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. ওহিদুজ্জামান বলেন, শনিবার সকাল থেকে জাহাজ হতে এ মালামাল খালাস কাজ শুরু হবে। খালাস করে নদী পথে নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে।

মোংলাবন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানিয়েছেন, শুক্রবার ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে এম.ভি ব্রাইট কোরালটি মোংলাবন্দর জেটিতে ভিড়েছে। এর আগে গত ২ অক্টোবর ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ নিয়ে এম.ভি এসপিএম ব্যাংকক, ১২ সেপ্টেম্বর ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে এম.ভি প্রেসার্স কোরাল, ২০ জুলাই এম.ভি হরিজন-০৯ জাহাজে ১০টি কোচ ও ২টি ইঞ্জিন, ৫ মে এম.ভি ওশান গ্রেস জাহাজে ৬টি কোচ এবং ৩১ মার্চ এম.ভি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্টোরেলের ৬ টি কোচ আসে এই বন্দরে। যা খালাস শেষে 

Post Top Ad

Responsive Ads Here