আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও নাবী পদ্ধতিতে পাট বীজ উৎপাদন কলাকৌশল বিষয় নিয়ে দিনব্যাপী পাটবীজ চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালায় ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সোহানুর রহমানের পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমিন, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হযরত আলী, উপজেলা বন কর্মকর্তা লিটন মিয়া ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ বিশ্বাস প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রকল্পের কর্মকর্তাগণ উপজেলার বিভিন্ন স্থানে উৎপাদিত নাবী পাটবীজ প্লট পরিদর্শন করেন।