শ্রীলঙ্কায় ভূমি ধস,২৫ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ১২, ২০২১

শ্রীলঙ্কায় ভূমি ধস,২৫ জনের মৃত্যু


 


আন্তর্জাতিক ডেস্কঃ



শ্রীলঙ্কায় ভারি বৃষ্টি ও ভূমি ধস হয়ে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বন্যায়-ভূমিধসে পাঁচ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এসব বাস্তুচ্যুত মানুষ তাদের আত্মীয়দের বাড়িতে ও সরকার পরিচালিত ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে।


বেশির ভাগ মানুষের মৃত্যু হয়েছে পানিতে ডুবে ও বজ্রপাতে। এখনো অন্তত একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। অক্টোবর ও নভেম্বর মাস সাধারণত শ্রীলঙ্কায় বর্ষাকাল। তবে চলতি বছর দেশটির অধিকাংশ স্থানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।


এদিকে ভারতের তামিলনাড়ু রাজ্যে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১০ নভেম্বর) ও বৃহস্পতিবার (১১ নভেম্বর) তামিল নাড়ুর চেন্নাইসহ ২০ জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়।

Post Top Ad

Responsive Ads Here