ফরিদপুরে সংঘর্ষ প্রবন ১৭ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১১, ২০২১

ফরিদপুরে সংঘর্ষ প্রবন ১৭ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে

 


ফরিদপুর প্রতিনিধি :
জেলার সবচাইতে সংঘর্ষ প্রবন এলাকা নগরকান্দা এবং সালথায় এবারের নির্বাচন চিত্র একেবারেই সম্পূর্ণ উল্টো। এখানে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এর আগে যখনই নির্বাচন হয়েছে তখনই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমনকি মৃত্যু হয়েছে এইসব স্থানীয় নির্বাচনে।


সরোজমিনে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে প্রায় ১০০ বছর  বছরের নারী শংকরী রানী নাগ তিনি ভোট দিতে এসেছেন নাতির কোলে চড়ে।

গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ওসমান মিয়া। তিনি বলেন এমন নির্বাচনের এর আগে কখনও আমরা দেখিনি। এতো সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই।


একই ইউনিয়নের সিংহ প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার মোমেনা বলেন, আমি আশা করছিলাম না যে আমার নিজের ভোট আমি নিজ হাতে দিতে পারব। কিন্তু এবার আমি নিজ হাতে নিজের ভোট দিতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি।      

এভাবে প্রতিটি কেন্দ্রে গিয়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। এমন চিত্র সালথা ও নগরকান্দা উপজেলায় এর আগে কখনো দেখা যায়নি।


এর আগে দুই উপজেলার সতেরটি ইউনিয়নে সকাল ৮টা থেকে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ভোট গ্রহন শুরু হয়।


সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহন করা হবে বিকাল ৪টা পর্যন্ত।


সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ব্যাপক। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি আরো বাড়তে থাকে। নির্বাচনী এলাকায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এবারের নির্বাচনে সালথা ও নগরকান্দার ১৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৯ জন প্রতিদ্বন্দ্তিতা করছেন। সালথার আট ইউপিতে ১লাখ ২৯ হাজার ৬৭৫জন ও নগরকান্দার নয় ইউপিতে ১ লাখ ৪৫ হাজার ২শ ৩২ জন  ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

এ ব্যাপারে পুলিশ সুপার মো: আলিমুজ্জামান  জানান, আমরা সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু করেছি। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা চেষ্টা করছি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য 

Post Top Ad

Responsive Ads Here