জেলা প্রতিনিধিঃ
মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সীমানা জটিলতার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম।
তিনি বলেন, সীমানা জটিলতার কারণে বুধবার রাতে ওই ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। উপজেলার বাকি ১২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কর্মকর্তা আরো বলেন, উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন, সাধারণ সদস্য পদে ৪১৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে হাজরাপুর, হাজিপুর এবং বগিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।