কুষ্টিয়ায় নিশাতসহ ছাত্রদলের ৩ নেতা গ্রেফতার |
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ ছাত্রদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দুইজন হলেন- মিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান তুষার ও সদস্য সচিব ছাব্বির আহমেদ।
রোববার (২৯ মে) রাত ১০টার দিকে উপজেলার জিয়া সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা মিরপুর উপজেলার জিয়া সড়ক এলাকা থেকে একটি মিছিল বের করেন। এ সময় সেখান থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, মিছিলের প্রস্তুতিকালে উপজেলার জিয়া সড়ক এলাকা থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নামে থানায় আগেও একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।