ইভিএম না থাকলে রাতেই ভোট নিয়ে নিতাম | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ৩১, ২০২২

ইভিএম না থাকলে রাতেই ভোট নিয়ে নিতাম | সময় সংবাদ

ইভিএম না থাকলে রাতেই ভোট নিয়ে নিতাম | সময় সংবাদ
ইভিএম না থাকলে রাতেই ভোট নিয়ে নিতাম | সময় সংবাদ




বাঁশখালি,চট্টগ্রাম প্রতিনিধি:




 ইভিএম না থাকলে রাতেই ভোট নিয়ে নিতাম আপনারা ভোটকেন্দ্রে যাবেন আঙুলে ছাপ দিয়ে ভোট দেবেন। ছাপ দিতে না পারলে সেখানে আমি ছাপ দেওয়ার মানুষ রাখবো। নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রকাশ্যে এমন বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।




সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রায় ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে নির্বাচন নিয়ে তিনি বেশ কিছু মন্তব্য করেন।  




খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (২৮ মে) বিকেলে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলাবাজার ১ নম্বর ওয়ার্ডে প্রচারণায় গিয়ে প্রার্থী মুজিবুল হক চৌধুরী এ বক্তব্য দেন। পরে রবিবারে ভিডিওটি সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নানান আলোচনা সমালোচনার সৃষ্টি। 




এসময় সঙ্গে থাকা সমর্থকরাও তার এ বক্তব্যে সম্মতি প্রকাশ করেন। 




ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুবিজুল হক হ্যান্ডমাইকে বক্তব্য দিচ্ছেন। এসময় তিনি বলছিলেন রিকশায় করে পারেন যেমন করে পারেন কেন্দ্রে যেতে হবে ভোট দেওয়ার জন্য। কারণ ইভিএমের ভোট। ইভিএম না হলে সব আমি মেরে দিতাম। কাউকে খুঁজতাম না, কথা বুঝেন নাই, ইভিএমে আইডি কার্ড না ঢুকালে হয় না। ওটা হলে ভোট আমি রাতেই নিয়ে নিতাম। তাই আপনাদের কষ্ট করে সেটা (এনআইডি) নিয়ে যেতে হবে। মেশিনে ফিঙ্গার দিতে হবে।








 কথা বুঝেন নাই। আমি তো প্লেয়ার ওইটা একেবারে ২০ হাজার ভোট নিয়ে ফেলি।সরকার ইভিএম একটা করছে, কী করবো? কষ্ট করে নিয়ে গিয়ে আঙ্গুলে ছাপ দিয়ে ভোট দিতে হবে। ছাপ দিতে না পারলে সেখানে আমি ছাপ দেওয়ার মানুষ রাখবো। আমার জন্য একটু দোয়া করবেন সবাই।  




ভাইরাল ভিডিওর বিষয়ে জানতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজিবুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এমন কোনও বক্তব্য কোথাও দিইনি। আমার বিরুদ্ধে এটি ষড়যন্ত্র আমি কোনও মিটিংও করিনি এরকম। এমনি গণসংযোগ করেছি। আমার পক্ষে গণজোয়ার তাই এসব আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য বলছে।


Post Top Ad

Responsive Ads Here