রাজশাহীতে বিশ্বকবি ও জাতীয় কবির জন্ম জয়ন্তী উদযাপন
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী থেকে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উদযাপন হয়েছে। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠরি কালচারাল একাডেমির আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডমেরি গবষেণা র্কমর্কতা বেনজামিন টুডুর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমির কার্যর্নিবাহী পরিষদের সদস্য যোগেন্দ্র নাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার স্যামুদয়ার।এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা, কবিতা ও সহকারী গবষেণা র্কমর্কতা মোহাম্মদ শাহ্জাহান । অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।
সভায় অতিথিবৃন্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের র্বনাঢ্য জীবন সর্ম্পকে আলোকপাত করেন। পরে অতিথিবৃন্দ রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।