গবেষণা কেন্দ্র থেকে ছড়িয়েছে মাঙ্কিপক্স | সময় সংবাদ
আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের গবেষণাগার থেকে মাঙ্কিপক্স ছড়িয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। শুক্রবার রুশ গণমাধ্যম স্পুটনিকে প্রকাশ হওয়া এক প্রতিবেদনে এ দাবি করা হয়।
রুশ কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ডিফেন্স ট্রুপসের প্রধান ইগর কিরিলোভ বলেন, মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার জন্য যুক্তরাষ্ট্র দায়ী।
তিনি বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থ জানিয়েছে মাঙ্কিপক্স নাইজেরিয়া থেকে ছড়িয়েছে। দেশটির আবুজা, জারিয়া এবং লাগোসে যুক্তরাষ্ট্রের জৈব গবেষণাগার রয়েছে।
সেখান থেকেই মাঙ্কিপক্ষ ছড়িয়ে পড়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থাকে বিষয়টি খতিয়ে দেখারও আহ্বান জানানো হয়।
মাঙ্কিপক্স হচ্ছে ভাইরাসের সংক্রমণ, যা পশ্চিম এবং মধ্য আফ্রিকার কিছু অংশে স্থানীয় পর্যায়ে হয়ে থাকে। এটি প্রধানত ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অঞ্চলে এই রোগটি ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত ২০টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত তিনশো রোগী শনাক্ত করা হয়েছে।
এদিকে, আয়ারল্যান্ডে প্রথমবারের মতো মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে হেলথ সার্ভিস এক্সিকিউটিভ জানিয়েছে, সন্দেহভাজন সংক্রমণের একটি ঘটনা তদন্ত করা হচ্ছে এবং ওই ব্যক্তির টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।