ছোট বোনসহ টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী | সময় সংবাদ |
সময় সংবাদ ডেস্ক:
ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় জানা গেছে, আজ মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তারা পিতা বঙ্গবন্ধু ও ১৯৭৫-এর ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করবেন। বাদ জোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তারা যোগ দেবেন।
বিকাল ৪টায় তারা ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।