পাকিস্তানে সবধরনের জ্বালানির মূল্য বৃদ্ধি | সময় সংবাদ |
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে প্রতি লিটারে পেট্রোল-ডিজেল-কেরোসিনের দাম একলাফে বেড়েছে ৩০ রুপি। বৃহস্পতিবার (২৬ মে) দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এক ঘোষণায় এ তথ্য জানান। শুক্রবার (২৭ মে) মধ্যরাত থেকে বর্ধিত এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম পণ্যের দাম প্রতি লিটারে ৩০ রুপি করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
মিফতাহ ইসমাইল বলেন, মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি পুনরায় শুরু করার জন্য। মূল্যবৃদ্ধির পর পাকিস্তানে বর্তমানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে ১৭৯ দশমিক ৮৬ রুপি, ডিজেল ১৭৪ দশমিক ১৫ রুপি, কেরোসিন তেলের দাম ১৫৫ দশমিক ৫৬ রুপি এবং লাইট ডিজেলের দাম ১৪৮ দশমিক ৩১ রুপিতে।
ইসমাইলের দাবি, সরকারের কাছে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না। এমনকি মূল্যবৃদ্ধির পরও প্রতি লিটার ডিজেলে সরকার ৫৬ রুপি ক্ষতি বহন করতে হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের রাজনৈতিক প্রতিক্রিয়া সম্পর্কে সরকার সচেতন ছিল। তার ভাষায়, ‘আমরা সমালোচনার মুখোমুখি হবো, তবে রাষ্ট্র ও এর স্বার্থ আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের রক্ষা করা প্রয়োজন।’