আসুন জেনে নেই ফিটকিরির কিছু বিশেষ ব্যাবহার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ৩০, ২০২২

আসুন জেনে নেই ফিটকিরির কিছু বিশেষ ব্যাবহার | সময় সংবাদ

আসুন জেনে নেই ফিটকিরির কিছু বিশেষ ব্যাবহার | সময় সংবাদ
আসুন জেনে নেই ফিটকিরির কিছু বিশেষ ব্যাবহার | সময় সংবাদ


সময় সংবাদ ডেস্ক:



 প্রবল গরমে ত্বকের নানা রকমের সমস্যা দেখা দেয়। আপনার ত্বকের এসব সমস্যা অনেকটাই কমিয়ে দেয় ফিটকিরি। ফিটকিরি হল সোডিয়াম ও অ্যালুমিয়ামের একটি যৌগ লবণ। এটি দেখতে অনেকটা কাঁচের মত। কিন্তু পুরোপুরি স্বচ্ছ্ব নয়। এর রাসায়নিক নাম পটাশ এলাম।



ফিটকিরি যেসব উপকারে আসতে পারে-


ত্বকের জন্য: ত্বককে নরম ও উজ্জ্বল করতে ফিটরিকি ব্যবহার করা হয়। পুরুষরা সাধারণত এটি দাড়ি কামানোর পরে ব্যবহার করে। এটি ব্যাকটেরিয়া নষ্ট করতে সাহায্য করে। ত্বকের সমস্যা সমাধান করে। 


চর্মরোগের সমস্যা সমাধান: ত্বক কোমল রাখে। চর্মরোগের জন্য এটি উপকারী। বিশেষজ্ঞরা জানিয়েছেন চর্মরোগে এটি ব্যবহার করলে খুবই উপকার পাওয়া যায়। পানিতে গুলে একটু ফিটকিরি দিলে উপকার পাবেন। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেয়া জরুরি। 


ব্যাথা উপসম: দাঁত বা হাড়ের ব্যাথা কমিয়ে দেয়। গরম পানি গুলে হাড়ে ব্যাথায় দিলে উপকার পাওয়ায় যায়।


টনসিল: টনসিলের সমস্যা হল ফিটরিকি খুব উপকারী। গরম পানিতে এক চিমটি ফিটকিরি দিয়ে গার্গেল করলে ব্যাথা অনেকটা কমে যায়। 


হাঁপানির সমস্যা সমাধান: হাঁপানিতে আক্রান্ত হলে কালো গোল মরিচ আর গরম পানিতে ফিটকিরি দিয়ে খেতে পারে। তাতে অনেক সমস্যার সমাধান হবে। 


Post Top Ad

Responsive Ads Here