করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪, মৃত্যু ১ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ৩০, ২০২২

করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪, মৃত্যু ১ | সময় সংবাদ

 

করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত  ৩৪, মৃত্যু ১ | সময় সংবাদ
করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪, মৃত্যু ১ | সময় সংবাদ


সময় সংবাদ ডেস্ক:



টানা ছয়দিন মৃত্যুশূন্য থাকার পর দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৩ মে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়। 


আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৩৪ জন। আগেরদিন এ সংখ্যা ছিল ৪০ জন। 


সোমবার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট পাঁচ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ০ দশমিক ৬৩ শতাংশ। আগেরদিন এ হার ছিল ০ দশমিক ৭৯ শতাংশ। 


দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।


সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।


অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১৬৯ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ দুই হাজার ৫৯১ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ।



উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের রোববার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১১ হাজার ১১৯ জনের। সুস্থ হয়েছেন ৫০ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৭৬৬ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৩ কোটি ১৭ লাখ ৫৭ হাজার ২১৭ জন।



Post Top Ad

Responsive Ads Here