চাটখিলে শেখ হাসিনার নামে জমি কিনলেন এমপি এইচ এম ইব্রাহীম | সময় সংবাদ |
আবু সাঈদ শাকিল, নোয়াখালী প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নামে বুধবার (২৫ মে) নোয়াখালীর চাটখিল উপজেলায় নুর জাহান বেগম নামে এক মহিলা থেকে ৭০ লাখ টাকা দিয়ে ছয় শতাংশ জমি কেনেন এইচ এম ইব্রাহীম এমপি।
চাটখিল সাব-রেজিস্টার অফিসে সাফ-কবলা দলিলে এই জমি ক্রয় পূর্বক রেজিস্টেশন সম্পন্ন হয়।
এইচ.এম ইব্রাহীম এমপি মুঠোফোনে জানান, দীর্ঘদিন থেকে চাটখিল উপজেলায় আওয়ামী লীগের নিজস্ব ভবন নেই। এজন্য আমি ব্যক্তিগত তহবিল থেকে ৭০ লাখ টাকা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই ছয় শতাংশ জমি কিনেছি।