২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় ১৮ হাজারের বেশি মানুষ | সময় সংবাদ |
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়ায় বুধবার মধ্যরাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ৮১৬ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ১৮ লাখ ৩৬ হাজার ৭২০ জনে দাঁড়ালো। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের পক্ষ থেকে এ কথা জানায়।
কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানায়, আগের দিনের তুলনায় প্রাত্যহিক আক্রান্তের হার বুধবার কমেছে। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ২৩ হাজার ৯৫৬ জন।
স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ফের ছড়িয়ে পড়ার পর প্রাত্যহিক আক্রান্তের সংখ্যা হ্রাস পেতে শুরু করেছে। নতুন আক্রান্তের মধ্যে ৩৪ জন বিদেশ থেকে দেশে এসেছেন বলে জানানো হয়।
আক্রান্তদের মধ্যে ২৪৩ জনের অবস্থা আশংকাজনক। আগের দিনের চেয়ে এ সংখ্যা ছয় জন বেশি।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে আরও ৩৪ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৪ হাজার ৬৩ জনে দাঁড়ালো। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে মোট মৃত্যু হার ০.১৩ শতাংশ।
দেশটির মোট জনগোষ্ঠীর ৮৬.৯ শতাংশ করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন। বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৬৪.৮ শতাংশ নাগরিক।