লাইব্রেরী ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন দীপংকর তালুকদার এমপি | সময় সংবাদ |
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
সরকারী অর্থায়নে রাঙ্গামাটি জেলা পরিষদের মাধ্যমে রাঙ্গামাটিতে চম্পকনগর কমিউনিটি সেন্টার কাম লাইব্রেরী ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় রাঙ্গামাটি চম্পকনগর এলাকায় কমিউনিটি সেন্টার ও কাম লাইব্রেরী ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষকেতু চাকমা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জেলা যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বাবু প্রমূখ।
সরকারী অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সংশ্লিষ্টরা।