কেজি প্রতি চালের মূল্য ৭ থেকে ৮ টাকা বৃদ্ধি | সময় সংবাদ |
জেলা প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি চালের দাম বেড়েছে ৭-৮ টাকা। অস্বাভাবিক দাম বাড়ায় মিল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। তবে সিন্ডিকেট করে দাম বাড়ালে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ মে) হিলি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহখানেক আগে প্রতিকেজি আটাশ জাতের চাল ৪০-৪২ টাকায় বিক্রি হলেও এখন সেটি ৪৬-৪৮ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ৫০ টাকার মিনিকেট বিক্রি হচ্ছে ৫৬ টাকা, স্বর্ণা-৫ জাতের চাল ৩৭-৩৮ টাকা কেজিতে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৪৬-৪৮ টাকায়। গুটি স্বর্ণা জাতের চাল কেজিতে ৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪২ টাকায়। যদিও পাইকারি চালের বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে।
চালের ক্রেতা খাইরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত সপ্তাহের থেকে চালের দাম কেজিতে ৭-৮ টাকা বেড়েছে। ফলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে।
অটোরিকশাচালক সোলায়মান আলী বলেন, ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি। আড়তে চাল মজুদ করে রেখে বড় ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। দুই টাকা বেশি ভাড়া নিলে আমাদের সমস্যা। বড় ব্যবসায়ীদের সমস্যা নেই।
জানতে চাইলে হিলি বাজারের পাইকারি চাল ব্যবসায়ী মোজাহার হোসেন বাবুল বলেন, মিল মালিকদের কাছ থেকে কম চাল পাচ্ছি না। তারা চালের দামও বেশি নেওয়ায় বাজারে চালের দাম বাড়ছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর আলম বলেন, ভরা মৌসুমে চাল মজুদ করে রেখে কেউ যদি দাম বাড়ানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।