তিশার পরিচালক ফারুকী | সময় সংবাদ |
বিনোদন ডেস্ক:
বছরের শুরুতেই ইলহাম নুসরাত ফারুকীর মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নতুন মায়ের দায়িত্বটা যে দক্ষ অভিনেত্রী তিশা ভালোই সামলাচ্ছেন, সেটা বলার অপেক্ষা রাখে না।
‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেইলার প্রদর্শনীর জন্য সম্প্রতি পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন তিশা। তাঁর সফরসঙ্গী হয়েছেন কন্যাসহ স্বামী খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সেখানে মার্কিন সাময়িকী ভ্যারাইটির সঙ্গে নতুন কাজ প্রসঙ্গে কথা বলেছেন তিশা। জানিয়েছেন, ভারতের কলকাতাভিত্তিক এক প্রযোজনা প্রতিষ্ঠানের একটি প্রজেক্টে অভিনয়ের জন্য আলোচনা চলছে তাঁর। তবে এই প্রসঙ্গে বিস্তারিত আর কিছুই জানাননি অভিনেত্রী।