খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ব্রাজিল | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ২৭, ২০২২

খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ব্রাজিল | সময় সংবাদ


খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ব্রাজিল | সময় সংবাদ
খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ব্রাজিল | সময় সংবাদ


আন্তর্জাতিক ডেস্ক:




 খাদ্য নিরাপত্তা ঝুঁকি ক্রমাগত বাড়ছে ব্রাজিলে। ২০২১ সালের পরিসংখ্যান বলছে, দেশটিতে গত ১২ মাসে কোনো একবেলা নিজের বা তাদের পরিবারের জন্য খাবার জোগাড় করতে অক্ষম মানুষের সংখ্যা ৩৬ শতাংশ, যেটি ২০১৯ সালে ছিল ৩০ শতাংশ। ক্ষুধা বা খাদ্য নিরাপত্তা ঝুঁকি হলো এমন একটি অবস্থা যাতে নির্দিষ্ট সময়ের জন্য একজন ব্যক্তি মৌলিক পুষ্টি সম্পন্ন চাহিদা পূরণে পর্যাপ্ত খাবার খেতে অক্ষম।


ব্রাজিলের একাডেমিক প্রতিষ্ঠান গেটুলিও ভার্গাস ফাউন্ডেশন (এফজিভি) বুধবার (২৫ মে) গ্যালাপ ওয়ার্ল্ড পোলের একটি তথ্য প্রকাশ করে। প্রকাশিত তথ্যের নতুন বিশ্লেষণ অনুসারে, ২০০৬ সালে ডেটা ট্র্যাকিং শুরু হওয়ার পর থেকে ল্যাটিন আমেরিকার বৃহত্তম খাদ্য উৎপাদনকারী দেশটিতে খাদ্য নিরাপত্তাহীনতা এই প্রথমবারের মতো বিশ্বের গড়কে ছাড়িয়ে গেছে।




দেশটি বিশ্বের শীর্ষ কৃষি পণ্য উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি হওয়া সত্ত্বেও ব্রাজিলিয়ানরা এই ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।


এফজিভির সোশ্যাল পলিসিস সেন্টারের পরিচালক ও গবেষণাপত্রের লেখক অর্থনীতিবিদ মার্সেলো নেরি বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে হু হু করে বাড়ছে খাদ্যপণ্যের দাম। তিনি রয়টার্সকে বলেন, এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি।




করোনা মহামারি চলাকালীন ব্রাজিলের সবচেয়ে দরিদ্র ২০ শতাংশ মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতা ২০২১ সালে ৭৫ শতাংশ বেড়েছে। যা ২০১৯ সালে ছিল ৫৩ শতাংশ এবং জিম্বাবুয়ের স্তরের কাছাকাছি। পরিসংখ্যানের তথ্য বলছে, জিম্বাবুয়েতে বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতার সর্বোচ্চ হার ৮০ শতাংশ।




সমীক্ষায় আরও বলা হয়েছে যে ২০২১ সালে খাদ্য নিরাপত্তাহীনতায় লিঙ্গ বৈষম্য ব্রাজিলে ছয় গুণ বেশি ছিল।


এদিকে, ব্রাজিলে গত বছরের তুলনায় ৩৩ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম। কঠিন চ্যালেঞ্জের মুখে দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো রাষ্ট্রীয় তেল জায়ান্টের প্রধানকে বরখাস্ত করেছেন সম্প্রতি। তাকে দায়িত্ব থেকে মাত্র ৪০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হলো।


দেশটির পরিসংখ্যান বলছে, গতবছরের চেয়ে ৩৩ শতাংশ জ্বালানি তেলের দাম বেড়েছে। দেশটির বার্ষিক মূল্যস্ফীতি এখন ১২ শতাংশের বেশি এবং ফাঁকা হচ্ছে সাধারণ মানুষের পকেট।


সূত্র: রয়টার্স

Post Top Ad

Responsive Ads Here