নোয়াখালীতে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম | সময় সংবাদ |
আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম হয়েছে। তবে তাদের নাম ঠিকানা প্রকাশ করতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল শনিবার (২৮ মে) রাতে শহরের মা ও শিশু হসপিটাল নামের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে এক নারী দুই কন্যাসন্তানের জন্ম দেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৮ মে) বিকেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী প্রসববেদনা উঠলে দ্রুত তাঁকে মাইজদী মা ও শিশু হসপিটালে ভর্তি করানো হয়। পরে রাতে সিজারের মাধ্যমে সার্জন ডা. শাহানারা আক্তার লিপির তত্বাবধানে দুই কন্যাসন্তানের জন্ম হয়। দুই শিশুর বুক থেকে কোমর পর্যন্ত অংশটি জোড়া লাগানো। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মা ও নবজাতকেরা এখন পর্যন্ত সুস্থ আছেন।
হাসপাতালের চেয়ারম্যান অসিম কুমার নয়ন বিষয়টি নিশ্চিত করে বলেন, জোড়া লাগানো জময শিশু দুইটি হাসপাতালে ডাক্তারদের নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছে। তারা দুইজন ও মা সুস্থ আছেন। তবে রক্ষণশীল পরিবার হওয়ায় তাদের নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছেনা।
জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, আমরা বিষয়টি জেনেছি। তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। যেকোনো প্রয়োজনে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের পাশে থাকবে।