আটটি ছবি ফ্লপ,প্রশ্নের মুখে কঙ্গনা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ২৬, ২০২২

আটটি ছবি ফ্লপ,প্রশ্নের মুখে কঙ্গনা | সময় সংবাদ

 

আটটি ছবি ফ্লপ,প্রশ্নের মুখে কঙ্গনা | সময় সংবাদ
আটটি ছবি ফ্লপ,প্রশ্নের মুখে কঙ্গনা | সময় সংবাদ


বিনোদন ডেস্ক:



কঙ্গনা রানাউয়াত। তিনি সব সময় কোন না কোন কারণে শিরোনামে থাকেন। তার সাম্প্রতিক ওটিটি শো লক আপ বেশ পপুলার। কিন্তু, ‘ধাকড়’ গার্ল কঙ্গনার একাধিক ছবি ফ্লপ! কুইনের ক্যারিয়ারে কি তবে ‘কন্ট্রোভার্সি’-র ছোঁয়া লাগলো।


হিট ফ্লপ একজন অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ারের অঙ্গ। কিন্তু, তিনি যদি বলিউডের ‘কুইন’ হন সেক্ষেত্রে তার ক্যারিয়ারে থাকে বাড়তি নজর। কঙ্গনা রানাউয়াতের বি টাউনের অন্যতম সেরা অভিনেত্রী। কিন্তু, এই কন্যা বিভিন্ন সময় তার রাজনৈতিক মতামতের জন্যও শিরোনামে থাকেন। 


আচমকাই এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর ক্যারিয়ার স্তব্ধ হয়ে গিয়েছে। পরপর আটটি ফ্লপ ছবি এখন তার ঝুলিতে। একনজরে দেখে নিন এই ছবিগুলি


‘আই লাভ নি’ শিরোনামের ছবিতে সানি দেওয়ালের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল কঙ্গনাকে। এই ছবি বক্স অফিসে টেকেনি।


২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাট্টি বাট্টি’ ছবিতে দেখা গিয়েছিল কঙ্গনাকে। আমির খানের ভাগ্নে ইমরান খানের সঙ্গে এই ছবিতে অভিনয় করেন কঙ্গনা। ডাহা ফ্লপ হয় এই ছবি। 


২০১৭ সালে ‘রাঙ্গন’ ছবিতে সাইফ আলি খান এবং শাহিদ কাপুরের সঙ্গে এই ছবিতে দেখা যায় কঙ্গনাকে। কিন্তু, বিশাল ভরদ্বাজের এই ছবিও বক্স অফিসে কোনো কামাল করতে পারেননি।


২০১৭ সালে নারীকেন্দ্রিক ছবি ‘সিমরান’-এ দেখা যায় কঙ্গনাকে। কিন্তু, ছবিটি ফ্লপ হয়।


‘মনিকর্নিয়া: দ্যা কুইন অব ঝাসি’ ছবিতে বাঙালি অভিনেতা যিশু কঙ্গনার সঙ্গে অভিনয় করতে দেখা যায়। তার উপর লক্ষ্মীবাঈকে নিয়ে তৈরি ছবি। কিন্তু, ৯৯ কোটি টাকা দিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে মাত্র ৯০.৮১ কোটির ব্যবসা করে। 


২০১৯ সালে রাজকুমার রাও-এর সঙ্গে ‘জাজ মেন্টাল হ্যা কেয়া’ তে দেখা যায় কঙ্গনাকে। জনতা কিন্তু ছবিটির দিকে ফিরেও তাকায়নি। 


পর্দা জুড়ে কঙ্গনার ঘুরে দাঁড়ানোর লড়াই। কিন্তু তার ‘পাঙ্গা’ ছবি দর্শক হলে থাকল কই? ৪৯ কোটি টাকা দিয়ে তৈরি এই ছবির বক্স অফিস সংগ্রহ মাত্র ২২.৩৬।


২০২১ সালে জয়ললিতার বায়োপিকে দেখা যায় কঙ্গনাকে। কিন্তু, ৯৩ কোটি টাকা দিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।


শেষ তাকে ধাকড় ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিও প্রত্যাখ্যান করেছে দর্শক।



Post Top Ad

Responsive Ads Here