আসুন জেনে নেই সিলভার কার্প মাছের রোগের লক্ষণ ও প্রতিকার | সময় সংবাদ |
সময় সংবাদ ডেস্ক:
শীতকালে মাছ নানা রোগে আক্রান্ত হয়। কার্প জাতীয় মাছ পাখনা পচা, ক্ষত রোগসহ ছত্রাক ও ব্যকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। আজ সিলভার কার্প মাছের রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানব:-
রোগের নাম – ক্ষত রোগ
আক্রান্ত মাছের প্রজাতি – সিলভার কার্প
রোগের লক্ষণ ও কারণ
ক. উপকূলীয় অঞ্চলে মাছ চাষের পুকুর বন্যায়প্লাবিত হলে ক্লোরাইডের অস্বাভাবিক বৃদ্ধির (৩০ পিপিএম এর অধিক) ফলে কেবল মাত্র সিলভার কার্প মাছে দ্রুত ক্ষত রোগ দেখা দেয়।
চিকিৎসা ও ঔষধ প্রয়োগ
ক. আক্রান্ত পুকুরে তিন ভাগের দুই ভাগ পানি মিঠাপানির দ্ধারা পরিবর্তন করা।
খ. প্রতি শতাংশ জলাশয়ে ৩/৪টি হারে চালতা ছেঁচে সারা পুকুরে ছড়িয়ে দিতে হবে।
প্রতিষেধক/প্রতিকার
ক. বর্ণিতহারে চালতা প্রয়েগের ফলে ক্ষতরোগ আক্রান্ত সিলভার কার্প দ্রুত আরোগ্য লাভ করে।
খ. পুকুরকে বন্যামুক্ত রাখুন।
সিলভার কার্প মাছের রোগের লক্ষণ ও প্রতিকার সংবাদের তথ্য কৃষি তথ্য সার্ভিস থেকে নেওয়া হয়েছে।