আয়রন ও জিংকসমৃদ্ধ নতুন ধানের জাত উদ্ভাবন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ৩০, ২০২২

আয়রন ও জিংকসমৃদ্ধ নতুন ধানের জাত উদ্ভাবন | সময় সংবাদ






আয়রন ও জিংকসমৃদ্ধ নতুন ধানের জাত উদ্ভাবন | সময় সংবাদ
আয়রন ও জিংকসমৃদ্ধ নতুন ধানের জাত উদ্ভাবন | সময় সংবাদ



কৃষি ডেস্ক:



আয়রন ও জিংকসমৃদ্ধ নতুন ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। আর করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আয়রন ও জিংকসমৃদ্ধ জাতের ধান চাষ করা আমাদের জন্য জরুরি।




আসুন জেনে নিই ধানের যেসব জাত সমূহ জিংকসমৃদ্ধ:




আমন মৌসুমে চাষ উপযোগী জিংক ধানের জাত সমূহ
ব্রি ধান৬২:
জীবনকাল ১০০ দিন। চারার বয়স ২০ দিনের কম। জিংকের পরিমাণ- ২০ মিলিগ্রাম/ কেজি চাল। ফলন: ১২-১৫ মন/ ৩৩ শতাংশ। চাল লম্বা, সরু ও রং সাদা।




ব্রি ধান৭২:
জীবনকাল ১২৫-১৩০ দিন। জিংকের পরিমাণ- ২২.৮ মিলিগ্রাম/ কেজি চাল। ফলন: ২০-২৫ মন/ ৩৩ শতাংশ। চাল লম্বা, মোটা ও রং সাদা।


 
আও পড়ুন: নতুন ধানের জাতসহ উন্নত প্রযুক্তি দ্রুত কৃষক পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহ্বান কৃষিমন্ত্রীর।



বি ধান২০:
জীবনকাল ১২৫-১৩০ দিন। জিংকের পরিমাণ- ২৬.৫ মিলিগ্রাম/ কেজি চাল। ফলন: ১৫-২০ মন/ ৩৩ শতাংশ। চাল লম্বা, চিকন ও রং লাল বাদামী।



বোরো মৌসুমে চাষ উপযোগী জিংক ধানের জাত সমূহ
ব্রি ধান৭৪:
জীবনকাল ১৪৫-১৪৭ দিন। জিংকের পরিমাণ- ২৪.২ মিলিগ্রাম/ কেজি চাল। ফলন:২৪-২৮ মন/ ৩৩ শতাংশ। চাল মাঝারি মোটা ও রং সাদা।



Post Top Ad

Responsive Ads Here