বোরো মৌসুমে চাল সংগ্রহের উদ্বোধন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ২৬, ২০২২

বোরো মৌসুমে চাল সংগ্রহের উদ্বোধন | সময় সংবাদ

 

বোরো মৌসুমে চাল সংগ্রহের উদ্বোধন | সময় সংবাদ
বোরো মৌসুমে চাল সংগ্রহের উদ্বোধন | সময় সংবাদ


জেলা প্রতিনিধি:



চুয়াডাঙ্গায় চালকল মালিকদের চুক্তি অনুযায়ী বোরো মৌসুমে চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। প্রতি কেজি চাল ৪০ টাকা ও ধান ২৭ টাকা দরে কেনা হবে।


গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর খাদ্য গুদাম প্রাঙ্গণে চালকল মালিক হাসানুল ইসলাম পলেনের কাছ থেকে ৪৫ টন চাল সরাসরি ৪০ টাকা কেজি দরে সংগ্রহ করে এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূঁইয়া।


এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহিদুল হক ও চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।


চুয়াডাঙ্গা জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহিদুল হক বলেন, জেলার ৪টি উপজেলায় ৮ হাজার ৭৭৬ মেট্রিক টন চাল ও ৪ হাজার ৬৯১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সদর উপজেলায় ১ হাজার ১৭০ মেট্রিক টন, আলমডাঙ্গায় উপজেলায় ১ হাজার ৪০১ মেট্রিক টন, দামুড়হুদা উপজেলায় ৬৮৫ মেট্রিক টন ও জীবননগর উপজেলায় ৫ হাজার ৫২০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।



এ ছাড়া সদর উপজেলায় ৮৪৮ মেট্রিক টন, আলমডাঙ্গা উপজেলায় ১ হাজার ৫৬২ মেট্রিক টন, দামুড়হুদা উপজেলায় ১ হাজার ২৪৬ মেট্রিক টন ও জীবননগর উপজেলায় ১ হাজার ৩৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।


তিনি আরও জানান, প্রতি কেজি চাল ৪০ টাকা ও ধান ২৭ টাকা দরে কেনা হবে। তবে চালের বাজার দর ঊর্ধ্বমুখী হওয়ার কারণে চাল সংগ্রহের ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে। গত ৭ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহের কার্যক্রম চলবে বলে তিনি জানান।


 

Post Top Ad

Responsive Ads Here