জেমস - মাইলসের করা পৃথক মামলা প্রত্যাহার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ২৬, ২০২২

জেমস - মাইলসের করা পৃথক মামলা প্রত্যাহার | সময় সংবাদ

 

জেমস - মাইলসের করা পৃথক মামলা প্রত্যাহার | সময় সংবাদ
জেমস - মাইলসের করা পৃথক মামলা প্রত্যাহার | সময় সংবাদ



সময় সংবাদ ডেস্ক:


অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস-মাইলসের করা পৃথক দুই মামলা প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আপসের মাধ্যমে এ মামলা প্রত্যাহার হয়। 


সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন। 


এদিন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং ভিএএসের প্রধান অনিক ধর আদালতে উপস্থিত ছিলেন। 


এর আগে গত ১০ নভেম্বর আদালতে হাজির হয়ে মাহফুজ আনাম ওরফে নগরবাউল জেমস এবং ব্যান্ড দল মাইলসের হামিন আহমেদ ও মানান আহমেদ কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে দুইটি মামলা করেন। এরপর আদালত মামলাটি গ্রহণ করে সমন জারি করে ৩০ নভেম্বর আদালতে বাংলালিংকের পাঁচ কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দেন। 


বাংলালিংকের বিরুদ্ধে মামলায় অনুমতি ছাড়া জেমসের ছয়টি গান ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। আর ব্যান্ড দল মাইলসের দুটি গান অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ আনা হয়। 



Post Top Ad

Responsive Ads Here