![]() |
নিখোঁজ বিস্ফোরণের ঘটনা লাইভ করা অলিউর রহমান | সময় সংবাদ |
জেলা প্রতিনিধি:
শনিবার (০৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন চার শতাধিক।
এদিকে এই ঘটনা লাইভ করছিলেন অলিউর রহমান নামের এক তরুণ। বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলছে আগুন। নিজের ফেসবুক আইডি থেকে সেটাই লাইভ করছিলেন সেই তরুণ। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ। আশপাশের সব কিছু অন্ধকার হয়ে যায়। আর এরপর থেকেই নিখোঁজ রয়েছেন বিস্ফোরণের ঘটনা লাইভ করা অলিউর রহমান।
নিখোঁজ অলিউর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে। সে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন।
অলিউর রহমানের সহকর্মী রুয়েল গণমাধ্যমকে বলেন, আমরা এই সময়টাতে খাবারের জন্য ডিপো থেকে চলে আসি। কিন্তু ফেসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে থেকে যায়। তার লাইভ ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
ঢাকা পোস্টের প্রতিবেদক যখন মুঠোফোনে রুয়েলের সঙ্গে কথা বলছিলেন তখনও বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছিল। রুয়েল বর্ণনা দিয়ে বলেন, খুবই ভয়াবহ অবস্থা। ডিপোর ভেতরে থাকা কেউ বেঁচে থাকার কথা নয়। আর অলিউর বেঁচে থাকলে আমার কাছেই আসত। কারণ আমরা একসঙ্গে কাজ করি। এক জায়গায়তেই থাকি।
তিনি আরো বলেন, যখন বিস্ফোরণ ঘটে তখন মূলত রাতের খাবারের সময় ছিল। নয়তো আরো অনেক লোক মারা যেতেন।