মধুখালীতে কারিতাসের ত্রি-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০৯, ২০২২

মধুখালীতে কারিতাসের ত্রি-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত | সময় সংবাদ


মধুখালীতে কারিতাসের ত্রি-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত | সময় সংবাদ
মধুখালীতে কারিতাসের ত্রি-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত | সময় সংবাদ 



 (মধুখালি)ফরিদপুর প্রতিনিধি:




সমাজের পিছিয়ে পড়া অবহেলিত অসহায় মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে ১৯৭১সালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ যাত্রা শুরু করে। সারাদেশে কারিতাসের আটটি(০৮) বিভাগিয় অফিসের মাধ্যমে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে, এরই ধারাবাহিকতায় ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের কৃষি কর্মকর্তার কার্যালয়ে এই ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়, উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জর্জ বৈরাগী ও অন্তরায়।



এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আলভীর রহমান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান মিজান, মাহবুব আলম ব্রাঞ্চ ম্যানেজার (আশা), স্বপ্না পারভীন (পিও) ব্রাক কর্মী প্রমূখ। বিদেশি সাহায্য সংস্থার সহায়তায় মধ্যপ্রাচ্য ফেরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের পুর্নবাসন ও সহায়তা প্রকল্পটির আওতায় অত্র মধুখালী উপজেলার ক্ষতিগ্রস্ত ৩৬ জন নারী-পুরুষকে অফেরৎযোগ্য ২৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়, মূলত উক্ত অর্থ খরচের পদ্ধতি উপকারভোগীর অর্থনৈতিক সচ্ছলতা ও তাদের চাহিদা সম্পর্কে জানতে এই কর্মসূচির আয়োজন করা হয়।


উপকারভোগীদের মধ্যে শিল্পী বেগম ও মোঃ বাবলু মোল্লা তাদের বক্তব্যে, উক্ত অর্থ ব্যবহারের মাধ্যমে সফলতা পাওয়ায় গবাদি পশু পালন সেলাই মেশিন ও কৃষি যন্ত্রপাতি প্রদানের মাধ্যমে সহযোগীতার অনুরোধ জানান।উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে কারিতাসের একজন সুফলভোগী কে (ভুমিহীন) একটি ঘরের ব্যবস্থা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী, ফরিদপুরের ৫ টি উপজেলায় কারিতাসের কার্যক্রম পরিচালিত হচ্ছে।



Post Top Ad

Responsive Ads Here