টিপু-প্রীতি হত্যা: অস্ত্র সরবরাহকারী জিতু গ্রেফতার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২

টিপু-প্রীতি হত্যা: অস্ত্র সরবরাহকারী জিতু গ্রেফতার | সময় সংবাদ

 

"টিপু-প্রীতি হত্যা: অস্ত্র সরবরাহকারী জিতু গ্রেফতার | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৫) ও সামিয়া আফরান জামাল প্রীতি (২২) হত্যা মামলায় ইশতিয়াক আহমেদ জিতু নামের একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।


রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা বলেন, টিপু হত্যার মূল সন্দেহভাজন সুমন শিকদার মুসা। তাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলেন জিতু।


প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস আগে মুসা আন্ডারওয়ার্ল্ড শীর্ষ সন্ত্রাসী জিসানের কাছে আগ্নেয়াস্ত্র চেয়েছিল। পরে মুসাকে আগ্নেয়াস্ত্র দেন জিতু।


টিপু-প্রীতি হত্যা মামলায় অন্তত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।


মগবাজারের একটি হোটেলে ডিবি ইন্সপেক্টর খুনের ঘটনায় জিতু ২ বছর জেলে ছিলেন।


এদিকে, ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়ে বৃহস্পতিবার জিতুকে ঢাকার একটি আদালতে পাঠিয়েছে পুলিশ।


উল্লেখ্য, গত ২৪ মার্চ মতিঝিল এজিবি কলোনি এলাকার রেস্তোরাঁ থেকে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন টিপু। গাড়িটি শাহজাহানপুরে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় এলোপাতাড়ি গুলিতে কলেজছাত্রী প্রীতিও মারা যান।





Post Top Ad

Responsive Ads Here