দেশের বাজারে ভোজ্যতেলের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০২, ২০২২

দেশের বাজারে ভোজ্যতেলের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী | সময় সংবাদ

 

"দেশের বাজারে ভোজ্যতেলের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক


আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও দাম কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।


বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। ‘চা দিবস ২০২২’ উপলক্ষে এ ব্রিফিং করা হয়।


আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, ইন্দোনেশিয়াও রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে- এমন পরিস্থিতিতে সরকার তেলের দাম রিভিউ (সমন্বয়) করবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এক-দুমাস আমরা রিঅ্যাসেস করবো। ৫-৭ দিনের মধ্যে মে মাসের পুরো তথ্য নিয়ে রিভিউ করবো।’


তিনি বলেন, আমাদের কাছে আসা রিপোর্ট অনুযায়ী আজকে দাম কমেছে। আজকের দামের প্রভাব দেশের বাজারে ফেলতে সময় লাগবে এক থেকে দেড় মাস।


টিপু মুনশি বলেন, পাম অয়েলের দাম কমেছে। লক্ষ্য করা যাচ্ছে, সয়াবিনের দামও কমার দিকে। ৬-৭ দিনের মধ্যে যে সভা হবে, সেখানে অ্যাসেস করে দেখে নতুন দাম নির্ধারণ করা হবে। আমরা ধারণা, বাড়ার সম্ভাবনা নেই। নতুন দাম অনুযায়ী দামটা কমবে। পাম অয়েলে তো যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করি।






Post Top Ad

Responsive Ads Here