"ভোটার হতে মরিয়া রোহিঙ্গারা | সময় সংবাদ"
কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিকত্বের জন্য মরিয়া হয়ে উঠেছে। এ লক্ষ্যে ভোটার হওয়ার জন্য তারা নানা পন্থা অবলম্বন করছে। কেউ ধরছে দালাল, কেউ আবার পরিচয় গোপন করে ভোটার হতে চেষ্টা করছে।
এদিকে ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্তি ঠেকাতে কাজ করছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বেশ কিছু সংগঠন। সেই সঙ্গে সতর্ক অবস্থানে রয়েছে নির্বাচন কমিশনও (ইসি)।
গত ২০ মে থেকে সারাদেশে শুরু হয়েছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ। ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে ২৬টি বিধিনিষেধ মেনে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে ইসি।
কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহবুবুর রহমানের অভিযোগ, রোহিঙ্গারা মাদক, ছিনতাই, হত্যা, ধর্ষণসহ নানা অপরধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তারা দালালের সহযোগিতায় ভুয়া কাগজ তৈরি করে ভোটার হওয়ার চেষ্টা করছে।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, ভোটার হওয়ার ক্ষেত্রে ২৬টি বিধিনিষেধ রয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের ভোটার হতে সহযোগিতা করলে প্রচলিত আইন অনুযায়ী মামলা হবে। ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে ইসির সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সর্তক থাকার নিদের্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে কারো গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।