সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ২২ জনের মরদেহ হস্তান্তর | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ০৬, ২০২২

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ২২ জনের মরদেহ হস্তান্তর | সময় সংবাদ

 

"সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ২২ জনের মরদেহ হস্তান্তর | সময় সংবাদ"

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মারা গেছেন ৪৯ জন।


সোমবার (৬ জুন) সকালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এছাড়া বাকিদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে নির্ধারিত বুথে এসব নমুনা সংগ্রহ করা হচ্ছে। সকাল থেকেই সেখানে ভিড় করছেন নিহতদের স্বজনরা।


নমুনা সংগ্রহে নেতৃত্বে দিচ্ছেন চট্টগ্রাম সিআইডির অ্যাডিশনাল এসপি জাহাঙ্গীর আলম। নিখোঁজের বাবা-মা, ভাই-বোন, কিংবা সন্তানদের মধ্যে যে কোনও দুজন দিতে পারছেন নমুনা। যেসব লাশ শনাক্ত করা সম্ভব হয়নি, সেগুলোর সঙ্গে এসব নমুনা মিলিয়ে দেখা হবে।


ডিএনএ সংগ্রহকারীরা জানিয়েছেন, ডিএনএ রিপোর্ট পেতে সময় লাগব এক মাস কিংবা আরও বেশি।





Post Top Ad

Responsive Ads Here