বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি করা হবে: খাদ্যমন্ত্রী | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ০৬, ২০২২

বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি করা হবে: খাদ্যমন্ত্রী | সময় সংবাদ

 

"বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি করা হবে: খাদ্যমন্ত্রী | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক


বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


এ সময় খাদ্যমন্ত্রী বলেন, সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। চাল আমদানির সিদ্ধান্তের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।


তিনি বলেন, শুল্কমুক্তভাবে যেন চাল আনা যায়, তা নিয়েও আলোচনা হবে। চাল আমদানির ফলে কৃষক ও বাজার সংশ্লিষ্ট অন্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও নিশ্চিত করা হবে।


খাদ্যমন্ত্রী আরো বলেন, অভিযানের মাধ্যমে মজুতদারদের লাইসেন্সের আওতায় আনা হচ্ছে। এর ফলে কেউ চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবেন না।




Post Top Ad

Responsive Ads Here