কারিতাসের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত | |
(মধুখালী) ফরিদপুর প্রতিনিধি:
সদর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস কর্তৃক মাসিক সমন্বয় সভা ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের রুমে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যানের নিজস্ব এই রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জর্জ বৈরাগী।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের আব্দুর রাজ্জাক মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাহজাহান মোল্লা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নজরুল ইসলাম, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, সিরাজুল ইসলাম শাখাপ্রধান জাগরণী চক্র, সুষমা ঘোষ সমাজকর্মী প্রমূখ। বিদেশি সাহায্য সংস্থার সহায়তায় 'মধ্যপ্রাচ্য ফেরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের পূর্ণবাসন ও সহায়তা প্রকল্পটির আওতায় অত্র সদর উপজেলায় ক্ষতিগ্রস্ত ৩৪ জন নারীপুরষ কে অফেরৎযোগ্য ২৫০০০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়, মূলত উক্ত অর্থ খরচের পদ্ধতি উপকারভোগীর অর্থনৈতিক সচ্ছলতা ও তাদের চাহিদা সম্পর্কে জানতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপকারভোগীদের মধ্যে শিল্পী বেগম ও মোঃ বাবলু মোল্লা তাদের বক্তব্যে উক্ত অর্থ ব্যবহারের মাধ্যমে সফলতা পাওয়ায় গবাদীপশুপালন,আগামীতে সেলাই মেশিন ও কৃষি যন্ত্রপাতি প্রদানের মাধ্যমে সহযোগিতার অনুরোধ জানান। গ্লোবাল ফান্ড টু এন্ড মর্ডান স্লেভারি ও নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্টর অর্থায়নে ফরিদপুর জেলার ৫ টি উপজেলায় কারিতাস তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ।