রগ কেটে হত্যা করে ট্রাকে তুলে লাশ পাঠালো মর্গে | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ১৪, ২০২২

রগ কেটে হত্যা করে ট্রাকে তুলে লাশ পাঠালো মর্গে | সময় সংবাদ

 

রগ কেটে হত্যা করে ট্রাকে তুলে লাশ পাঠালো মর্গে | সময় সংবাদ
 রগ কেটে হত্যা করে ট্রাকে তুলে লাশ পাঠালো মর্গে | সময় সংবাদ


সময় সংবাদ ডেস্ক:



দিনাজপুরের চিরিরবন্দরে মাজেদুর রহমান নামে ৩৪ বছর বয়সী এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


সোমবার রাতে উপজেলার আমতলী বাজারে এ ঘটনা ঘটে। নিহত মাজেদুর দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আজিমুল ইসলামের ছেলে। তিনি শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।


স্বজনরা জানান, সোমবার বিকেলে যুবলীগ নেতা শান্তকে নিয়ে আমতলী বাজারে যান মাজেদুর। সেখানে রাতে মাজেদুরকে কুপিয়ে জখম করে ১০-১২ জনের একটি দল। একপর্যায়ে তার পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করার পর দিনাজপুরের পথে একটি ট্রাকে লাশটি তুলে মর্গে পাঠিয়ে দেয় তারা।


স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, রাতে আমতলী বাজারে মাজেদুরকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি মর্গে রয়েছে।


ওসি বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি মাজেদুরের ও বাকি চারটি হামলাকারীদের। একটি প্রাইভেটকারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।



Post Top Ad

Responsive Ads Here