বিএনপি সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে: মাহবুব উল আলম হানিফ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০২, ২০২২

বিএনপি সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে: মাহবুব উল আলম হানিফ | সময় সংবাদ

 

"বিএনপি সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে: মাহবুব উল আলম হানিফ | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে একটি অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ- ছবি: সংগৃহীত


কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে একটি অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ- ছবি: সংগৃহীত


আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিগত সময়ে বিএনপি নেতারা তাদের দুর্নীতি অপকর্ম ঢাকতেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কল্পিত অভিযোগ করছে।  


বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।

 

মাহবুব উল আলম হানিফ বলেন, পদ্মাসেতু নিয়ে কোন দুর্নীতি হয়নি তা কানাডার ফেডারেল কোর্টে প্রমাণিত হয়েছে। বিএনপি পদ্মাসেতু নিয়ে মিথ্যাচার করেছে। মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।


পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংক অর্থপ্রত্যাহার করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেখিয়ে দিয়েছেন যে নিজস্ব অর্থায়নেও পদ্মাসেতুর মত বড় প্রকল্প বাস্তবায়ন হতে পারে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে এ পদ্মাসেতুকে ঘিরে।


এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-১ আসনের এমপি আকাম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।





Post Top Ad

Responsive Ads Here