"মধুমতির ভাঙনের মুখে প্রাথমিক বিদ্যালয় | সময় সংবাদ"
হারুন আনসারী, ফরিদপুর
পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ জনতার লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন পটুয়াখালী-৪ আসনের এমপি মহিব্বুর রহমান। বুধবার সকাল আটটায় ধুলাসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। একই সময় লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন তার বড় ছেলে মাজহারুর রহমান রেমন ও ছোট ছেলে মোহাইমেনুর রহমান শোভন।
এছাড়া ঐ কেন্দ্রে তার স্ত্রী ফাতেমা রেখাও সাধারণ মানুষের কাতারে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এমপির পরিবারের সদস্যরা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ায় তাদের স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন কোনো ধরনের প্রভাব কিংবা সামনের সারিতে যাননি এমপি মহিব্বুর রহমান। প্রায় ৩০ মিনিট রোদে দাঁড়িয়ে তিনি তার পরিবার নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। যা সাধারণ মানুষের মনে সাড়া জাগিয়েছে। এমনকি এমপির লাইনে দাঁড়ানো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এমপি মহিব্বুর রহমান বলেন, একটি সুন্দর এবং সুষ্ঠ নির্বাচনে ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি এটা স্বাভাবিক বিষয়। আমার পরিবারের সদস্যরাও একইভাবে ভোট প্রদান করেছে। বেশ আনন্দ উপভোগ করছি।
এদিকে বুধবার সকাল ৮টায় উৎসব মুখর পরিবেশে উপজেলার লতাচাপলী ও ধুলাসার ২টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুটি ইউপিতে মোট ২২টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ হয়।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, আশা করছি সুন্দর গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পেরেছি।